মির্জা আব্বাসের সমাবেশ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বক্তব্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
মির্জা আব্বাসের সমাবেশ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বক্তব্য

রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,

‘এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যেত কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশের আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে। কেউ কোনো জায়গা ছাড়বে না। এটা তো সিস্টেম হলো না।’

তিনি আরও বলেন, ‘একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে দেশের সর্বনাশ করতে চাচ্ছে। সবাইকে অনুরোধ করব আউল-ফাউল কথাবার্তা বলবেন না। এই ধরনের কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না।’

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করীমকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন,
‘বিএনপি-জামায়াতের উপর স্টিমরোলার চালানো হচ্ছিল, তখন ওই দল এবং তার নেতা দূরে থেকে বাহবা দিয়েছেন, হাসিনাকে অপ্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছেন। তিনবার নির্বাচন হয়েছে, তারা প্রতিবাদ করেননি। এখন লম্বা কথা বলছেন, স্থানীয় নির্বাচন আগে হবে, তারপর পিআর সিস্টেম হবে; যত দিন এগুলো হবে না, তত দিন নির্বাচন হবে না।’

‘পিআর পদ্ধতি কোথা থেকে এসেছে?’ প্রশ্ন তুলে তিনি বলেন,
‘দেশকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরিবর্তে কেবল নিজের মতই চলতে চায় কেউ কেউ। এসব কুপরামর্শ নিয়ে একদল লোক দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে।’

মির্জা আব্বাস ইরানের উদাহরণ টেনে বলেন,
‘মুসলিম বিশ্বের কেউ যখন ইরানকে সমর্থন দেয়নি, তখন তারা একাই যুদ্ধ করেছে কারণ তাদের জাতি ঐক্যবদ্ধ ছিল। কিন্তু আমাদের দেশে কিছু রাজনীতিবিদ নিজেদের স্বার্থে দেশকে গত ৫০ বছর ধরে এগোতে দেয়নি।’

তিনি দেশের জন্য ভালোবাসা প্রকাশ করে সবাইকে একজায়গায় আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অনেকে উপস্থিত ছিলেন।