বিএনপির আমীর খসরুর মন্তব্য: মিথ্যাচারের মাধ্যমে নজর ঘোরানোর সুযোগ নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
বিএনপির আমীর খসরুর মন্তব্য: মিথ্যাচারের মাধ্যমে নজর ঘোরানোর সুযোগ নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মিথ্যাচারের মাধ্যমে মানুষের নজর ঘোরানোর কোনো সুযোগ নেই এবং যারা এই অপচেষ্টা করছে, তারা লাভবান হবে না।

রোববার (২৯ জুন) বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী দিনে সুবিধা নেওয়ার জন্য বা নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যে ধরনের ঘটনাগুলো রাজনীতিকরণের চেষ্টা চলছে, তা দুঃখজনক। প্রশাসনের উচিত এসব পরিস্থিতিতে আরও তৎপর হওয়া।

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সবাই প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন হবে না এমন কোনো আলামত নেই। দ্বিমত থাকবেই, তবে সব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে।