ঢাকায় তিন বছরের জন্য চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ঢাকায় প্রাথমিকভাবে তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় চালু হতে যাচ্ছে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করেছিলেন এবং তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল।
আইন উপদেষ্টা বলেন, “এই মিশনের একটি শাখা বাংলাদেশে খোলার ব্যাপারে তারা আগ্রহ দেখিয়েছেন এবং আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্তভাবে টুর্কের কাছে পাঠানো হবে।”
তিনি আরও বলেন, “আমি আশাবাদী, খুব শিগগিরই সমঝোতা স্মারকে স্বাক্ষর হবে। এর মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি অফিস স্থাপন করা হবে।”
এই অফিসটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য চালু থাকবে। তিন বছর পর উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজন মনে করলে এই চুক্তি নবায়নের সুযোগ থাকবে বলেও জানান আসিফ নজরুল।
আপনার মতামত লিখুন