কলম্বোতে সিরিজ নির্ধারণী টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
কলম্বোতে সিরিজ নির্ধারণী টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

কলম্বোতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। গলে প্রথম টেস্ট ড্র করার পর এবার সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগাররা।

২৫ জুন বুধবার সকালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের সময় তিনি জানান, জাকের আলীর জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, যিনি গলে প্রথম টেস্টে জ্বরের কারণে খেলতে পারেননি। চোটের কারণে খেলতে না পারা হাসান মাহমুদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন।

শ্রীলঙ্কার পক্ষে কলম্বো টেস্ট দিয়েই অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিনুশার।

বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নাহিদ রানা।

শ্রীলঙ্কার একাদশ:
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।