মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল এ আয়োজন করে।

আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।

বক্তারা মাদকের ভয়াবহতা ও এর সামাজিক ও পারিবারিক ক্ষতির বিষয় তুলে ধরে বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই সমস্যা মোকাবেলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও অংশগ্রহণমূলক হতে হবে।

সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী অঙ্গীকার ব্যক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে নিজেদের দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন।

আলোচনা শেষে মাদকবিরোধী প্রচারণায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।