কলম্বো টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ পিছিয়ে

তৃতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নেমে ব্যর্থ হলেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। ব্যাটিংয়ে পুরনো সমস্যায় আটকে পড়ে টাইগাররা। ফলে কলম্বোর দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
২১১ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে শেষে সংগ্রহ ১১৫ রান, হারিয়েছে ৬ উইকেট। এখনও পিছিয়ে রয়েছে ৯৬ রানে। স্বীকৃত ব্যাটার হিসেবে অপরাজিত আছেন লিটন দাস। নতুন দিনে তাকে সঙ্গ দিতে নামেন নাঈম হাসান।
নির্বাচকরা সুযোগ দিয়ে থাকা ওপেনার এনামুল হক বিজয় আবারও ব্যর্থ হন। দুই ম্যাচে টানা চার ইনিংসে ১৯ রান করে ফেরেন। এর ফলে ভাঙে ৩১ রানের ওপেনিং জুটি। ৩১ রানের কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম, ২৪ বল খেলে করেছেন ১২ রান।
তৃতীয় উইকেটে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা আশা দেখালেও সেটার স্থায়িত্ব ছিল কম। মুমিনুল ৩৩ বলে ১৫ রান করে আউট হলে ভাঙে ৩৮ রানের জুটি। একটু পরই শান্ত ৪৮ বলে ১৯ রান করে ফেরেন।
দিনের শেষে লিটন দাস ও মুশফিকুর রহিম ৫ নম্বর উইকেটে ভালোভাবে দলের জন্য সময় কাটানোর চেষ্টা করছিলেন। মুশফিক ৫৩ বলে ২৬ রান করে বোল্ড হয়ে ফিরে যান। পরে মেহেদী হাসান মিরাজ ১৬ বল খেলে ১১ রান করে এলবিডব্লিউ হয়ে আউট হন। অপরাজিত রয়েছেন লিটন দাস।
ব্যাটিংয়ের এই দুর্বলতায় বাংলাদেশের সামনে সিরিজে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন