বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

কলম্বো টেস্টে হারার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সেই ম্যাচের পর বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঘোষণা দিয়েছেন, তিনি আর টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যেতে চান না।
শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “আমি টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটা কোনো ব্যক্তিগত কারণ নয়, দলের ভালো জন্য নেওয়া সিদ্ধান্ত। আমি মনে করি এতে দলের জন্য ভালো কিছু হবে।”
গত কয়েকদিন ধরেই শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার গুঞ্জন চলছিল। এর পেছনে মূল কারণ ছিল, শ্রীলঙ্কায় যাওয়ার আগে তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওয়ানডে দলে এখন মেহেদী হাসান মিরাজ নতুন অধিনায়ক।
শান্তকে এই পরিবর্তনের কথা জানানো হলেও তিনি তা সহজে মানতে পারেননি। যদিও তিনি মুখে বলেছেন, দলকে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন, তবুও হয়তো অভিমানটাও তার নেতৃত্ব ছাড়ার পেছনে ভূমিকা রেখেছে।
আপনার মতামত লিখুন