কলম্বো টেস্টে বাংলাদেশ হারলো ইনিংস ও ৭৮ রানে

তৃতীয় দিন শেষে যে আশঙ্কা ছিল, চতুর্থ দিনে সেটাই সত্যি হলো। বাংলাদেশের ব্যাটাররা মাত্র ৩৪ বল টিকতে পারল। দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ইনিংস ও ৭৮ রানে হেরে গেলো শ্রীলঙ্কার কাছে। গল টেস্ট ড্র হওয়ার পর কলম্বোতে শ্রীলঙ্কা জিতে সিরিজ নিজেদের করে নিলো।
তৃতীয় দিনের শেষেই ম্যাচের ভাগ্য প্রায় ঠিক হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ২৪৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১১৫ রান করেছিল বাংলাদেশ। তখনও ৯৬ রান পিছিয়ে ছিল তারা। হাতে ছিল মাত্র ৪ উইকেট, ইনিংস ব্যবধানে হার এড়ানো কঠিন ছিল।
লিটন দাস ছিলেন দলের শেষ ভরসা, কিন্তু মাত্র চার বল খেলে ১৪ রান করে আউট হলেন। এরপর একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস দ্রুত ধ্বংস হল।
বাংলাদেশ প্রথম ইনিংসে ২৪৭ রান করে, আর শ্রীলঙ্কা ৪৫৮ রানের বড় স্কোর গড়েছে। দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
বিজয় ১৯ রান করে ফিরে গেলেন। সাদমান ১২, মুমিনুল ১৫ রান করেই আউট হন। শান্ত ১৯, মুশফিক ২৬ ও মেহেদী হাসান মিরাজ ১১ রান করেন।
লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে কঠিন অবস্থায় ফেলেন।
আগামী বুধবার কলম্বোতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আপনার মতামত লিখুন