মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের নারী ফুটবল দলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের নারী ফুটবল দলের

মিয়ানমারে আয়োজিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের নারী ফুটবল দল শুরু থেকেই শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ৭-০ গোলের বড় জয় অর্জন করেছে। র‌্যাংকিংয়ে বাহরাইনের চেয়ে ৩৬ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ দল তাদের কৌশল ও সামর্থ্যে মাঠে কোনো ছাড় দেয়নি।

রবিবার ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান বাড়ে ২-০। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পোহাতি কিসকু তৃতীয় গোলটি করেন এবং অতিরিক্ত সময়ে তহুরা খাতুনের পরপর দুটি গোলের মাধ্যমে স্কোরলাইন ৫-০ এ নিয়ে যান।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রেখে ৬০ মিনিটে শামসুন্নাহার জুনিয়র নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৫ মিনিটে মুনকি মারমার নিখুঁত ফিনিশিংয়ে বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৭-০ গোলে।

বর্তমানে ফিফা নারী র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১২৮তম, আর বাহরাইন ৯২ নম্বরে থাকা সত্ত্বেও মাঠের খেলায় র‍্যাংকিংয়ের ব্যবধান কোনোভাবেই প্রভাব ফেলেনি।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে ২ জুলাই, যেখানে তারা স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে। মিয়ানমার তাদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে।