ইরানের সেনাপ্রধানের ফোন, ইসরায়েলবিরোধী অবস্থানে পাকিস্তানকে প্রশংসা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সেনাপ্রধানের ফোন, ইসরায়েলবিরোধী অবস্থানে পাকিস্তানকে প্রশংসা

ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে পাকিস্তানের সাহসী অবস্থানের জন্য ইসলামাবাদকে প্রশংসায় ভাসিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। রবিবার রাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন–এর এক প্রতিবেদনে জানানো হয়, তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফোন করে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৩ জুন ইসরায়েল বিনা উসকানিতে ইরানের ওপর বর্বর সামরিক অভিযান শুরু করে, যেখানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, নারী, শিশু ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে পাকিস্তানের জনগণ ও সরকার ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নেয়, তার ভূয়সী প্রশংসা করেন জেনারেল মুসাভি। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের পাশে দাঁড়িয়ে ইসলামাবাদ যে ‘সাহসিকতা ও নৈতিক শক্তির পরিচয়’ দিয়েছে, তা গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।

ফোনালাপে মুসাভি আরও বলেন, ইসরায়েলের এই ১২ দিনের আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কোনো সহায়তায় ঘাটতি রাখেনি। এমনকি পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশও ইসরায়েলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছে। এসব সত্ত্বেও ইসলামাবাদ ন্যায় ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ইরানকে যে সমর্থন দিয়েছে, তা বিশেষভাবে সম্মানজনক।

তিনি জানান, আগ্রাসনের শুরুর দিকে ইরান কিছু বড় ক্ষতির মুখে পড়েছিল, বিশেষ করে কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যু দেশের জন্য এক বড় ধাক্কা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ইরান প্রতিরোধ গড়ে তুলে শত্রুর পরিকল্পনা ভণ্ডুল করে দিতে সক্ষম হয়েছে। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, ইসরায়েল নিজেই যুদ্ধবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়।

ইরানের এই বার্তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক টানাপড়েনে পাকিস্তানের অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে, যেখানে ইসলামাবাদ নিজেদের ধর্মীয় ও আঞ্চলিক মূল্যবোধের জায়গা থেকে ইরানের পাশে দাঁড়িয়েছে বলেই মনে করছে তেহরান।