দুদক থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সকল পাওনা বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেন। মো. শরীফ উদ্দিন ২০০৮ সালের দুদকের কর্মচারী বিধিমালা ৫৪(২) অনুচ্ছেদ অনুযায়ী ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। ওই বিধান অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কোনো কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ক্ষমতা দুদকের রয়েছে।
তবে শরীফ উদ্দিন চাকরিচ্যুতি ও ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। তিনি দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সময় বিভিন্ন মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে।
চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত অবস্থায় তাঁর এই অবসরে এই রায় দুটি গুরুত্ব বহন করে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন