দেশের মাটি রক্ষায় জীবন দিতেও প্রস্তুত নবীন সৈনিকরা: বিজিবি মহাপরিচালক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
দেশের মাটি রক্ষায় জীবন দিতেও প্রস্তুত নবীন সৈনিকরা: বিজিবি মহাপরিচালক

দেশমাতৃকার অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে নবীন সৈনিকরা জীবন দেবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, নবীন সৈনিকরা কখনো দেশবাসীকে হতাশ করবে না। দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া না করার অঙ্গীকার নিয়ে তারা কাজ করবে এবং দেশের মানুষের নিশ্চিন্ত ঘুম নিশ্চিত করবে। তিনি বিজিবির মূলমন্ত্র ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’ অনুসরণ করে নবীন সৈনিকদের সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন।

বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৮১৭ জন ইপিআর সদস্য এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিজিবির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বাহিনীটি সীমান্ত রক্ষা, চোরাচালান ও মানবপাচার রোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি শৃঙ্খলা, সততা, আনুগত্য, তেজ ও বুদ্ধিমত্তার গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।

নারী সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদান ইতিহাসে অম্লান। আজকের নবীন নারী সৈনিকরাও সেই ধারাবাহিকতায় বিজিবির গর্ব ও গৌরব বৃদ্ধি করবে। তিনি তাদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ১০৩তম রিক্রুট ব্যাচের সেরা রিক্রুট হিসেবে ১ম স্থান অর্জনকারী বক্ষ নম্বর-৫৭৪ সাইফ মিয়াসহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন মহাপরিচালক। এরপর চৌকস দল সশস্ত্র সালামের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘোষণা করে। অনুষ্ঠানে ট্রিক ড্রিল ও বিজিবির বাদকদলের ব্যান্ড ডিসপ্লে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয় ২৬ জানুয়ারি। ২৪ সপ্তাহের দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী—মোট ৬৯৪ জন রিক্রুট এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সৈনিক জীবনে পদার্পণ করে।