বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশকে ‘বিশ্বাসযোগ্য বন্ধু ও সহযোগী’ হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ওয়াং ই বলেন, “বাংলাদেশের বন্ধু হওয়ার পাশাপাশি আমরা একটি আস্থাভাজন প্রতিবেশী এবং উন্নয়নের সহযাত্রী হতে চাই।” তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দেশের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথে পাশে থাকার আশ্বাস দেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই আরও বলেন, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি দুই দেশের ঐতিহাসিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে আধুনিক ও উন্নত করতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চীন আগ্রহী।

বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে ওয়াং ই যে অবস্থান ব্যক্ত করেছেন তা বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয়, বিশেষ করে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে।