সাদুল্লাপুরে দাখিল মাদ্রাসার হতাশাজনক ফলাফল: দুই মাদ্রাসায় শূন্য পাস

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দুটি দাখিল মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি, যা উপজেলার সামগ্রিক শিক্ষার গুণগত মানে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।
উপজেলায় ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪,৪৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ২,৯১০ জন পাস করেছেন এবং মাত্র ১৬৪ জন জিপিএ-৫ পেয়েছেন। মোট পাসের হার ৬৪%।
দাখিল মাদ্রাসা পর্যায়ে ৩৯টি প্রতিষ্ঠান থেকে ৬৪৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্যে মাত্র ৩১৭ জন পাস করেছেন। গড় পাসের হার ৪৯%, তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। ধাপেরহাটের তিলপাড়া তফেজন নেছা দাখিল মাদ্রাসা ও ভাতগ্রামের কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা থেকে কেউই উত্তীর্ণ হয়নি।
মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ৬০টি প্রতিষ্ঠানে ৩,৫৬ জন অংশগ্রহণ করে, যাদের মধ্যে ২,০১৮ জন পাস করেছেন এবং ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন। কারিগরি শিক্ষায় অংশগ্রহণকারী ৭৪৭ জনের মধ্যে ৫৭৫ জন পাস করেছেন, যেখানে পাসের হার ৭৬.৯৭%।
স্থানীয় শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা এই ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুর্বল প্রতিষ্ঠানে একাডেমিক তদারকি ও উন্নয়নমূলক পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন।
আপনার মতামত লিখুন