সোহাগ হত্যার প্রতিবাদে মধুপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার (১২ জুলাই) বিকেলে মধুপুর শিল্প ও বণিক সমিতির নিজস্ব কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনারস চত্বরে সমাবেশে মিলিত হন তারা।
সমাবেশে বক্তারা বলেন, রাজধানীর মতো একটি নিরাপত্তাবেষ্টিত এলাকায় একজন ব্যবসায়ীকে এভাবে হত্যা করা দেশের প্রতিটি ব্যবসায়ীর জন্যই গভীর উদ্বেগের বিষয়। এটি শুধু সোহাগের পরিবারের ক্ষতি নয়, বরং দেশের প্রতিটি ব্যবসায়ীর নিরাপত্তার প্রশ্ন তুলেছে।
শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক বলেন, সোহাগ হত্যাকাণ্ড আমাদের অন্তরকে কাঁপিয়ে দিয়েছে। যদি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে দেশের কোথাও কোনো ব্যবসায়ীই নিরাপদ থাকবে না।
বক্তব্য রাখেন সহসভাপতি জহিরুল ইসলাম মাধু, সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, সহ সম্পাদক হুরমুজ আলী ফকির, স্বপন কুমার সাহা, রবিউল ইসলাম রবি, মোশাররফ হোসেন, মাসুদ রানা, আ. ছালাম ও শাকের আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নয়তো এমন ভয়াবহ ঘটনা বারবার ঘটতে থাকবে।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং দেশের প্রতিটি ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন