জাতীয় ঐকমত্য কমিশন বড় অগ্রগতি ঘটাতে চায়: ড. আলী রীয়াজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে ইচ্ছুক। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে তিনি এই কথা জানান।
তিনি বলেন, এ সপ্তাহে তিন দিন ধরে আলোচনা চলবে এবং এর মধ্যেই কমিশন বড় অগ্রগতি সাধনের লক্ষ্য রাখছে।
ড. আলী রীয়াজ আরও জানান, তারা দ্রুত জাতীয় সনদ প্রণয়নের পথে এগিয়ে যেতে চান এবং আগামী ৩০ জুলাই বা সর্বোচ্চ ৩১ জুলাইয়ের মধ্যে যৌক্তিক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজকের আলোচনার সূচিতে রাখা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় — প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, এবং জরুরি অবস্থা জারি।
আপনার মতামত লিখুন