হজে বাড়ি ভাড়া কমায় ধর্ম মন্ত্রণালয়ের ৮ কোটি ২৮ লাখ টাকা সাশ্রয়

২০২৫ সালের হজ ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া কমানোর কারণে ধর্ম মন্ত্রণালয়ের ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা বাঁচানো সম্ভব হয়েছে। মূলত সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া হাজিদের জন্য ভাড়া করা বাড়িগুলোর খরচ এভাবে কমিয়ে আনা হয়।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া পাঁচ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জনকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন।
গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। একই দিন রাতে প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়, যেটিতে চার শতাধিক যাত্রী ছিলেন।
আপনার মতামত লিখুন