আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক থাকবে নির্বাচন তালিকায়: ইসি কমিশনার
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও তাদের নির্বাচনী প্রতীকের তালিকায় আপাতত ‘নৌকা’ প্রতীক থাকবে। তবে শাপলা প্রতীক এখনই তফসিলে অন্তর্ভুক্ত হচ্ছে না।
রোববার তিনি বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ইসি একটি করে প্রতীক বরাদ্দ দেয় এবং এই প্রতীকগুলি ইসির সংরক্ষিত। কোনো দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই।’ তাই, আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক তালিকায় থাকবে।
এনসিপি সম্পর্কে তিনি বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে, তবে শাপলা প্রতীক এখন নির্বাচনী প্রতীকের তালিকায় নেই। এনসিপি নিবন্ধন পেলে পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করা হবে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপির প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
আপনার মতামত লিখুন