প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে জোহানেস জুট বাংলাদেশের প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেন এবং ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশে কাজ করার সময়টাকে তিনি অত্যন্ত মূল্যবান মনে করেন এবং দেশের উন্নয়নপ্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এ সময় তিনি গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ওই ঘটনাকে “বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত” হিসেবে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন