নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি কোনো রাজনৈতিক দল, ১৫ দিনের সময় দিচ্ছে ইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি কোনো রাজনৈতিক দল, ১৫ দিনের সময় দিচ্ছে ইসি

নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের কোনোটি-ই নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

তিনি জানান, সকল দলকেই ১৫ দিনের সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে এবং পরবর্তী ধাপে বাকি দলগুলোকেও একই ধরনের চিঠি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রে যেসব ত্রুটি বা ঘাটতি রয়েছে, সেগুলো সংশোধন করতে হবে।

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। পরে জাতীয় নাগরিক পার্টিসহ আরও কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়।

উল্লেখযোগ্যভাবে, নির্ধারিত সময়সীমার মধ্যে ১৪৪টি দল থেকে মোট ১৪৭টি আবেদন জমা পড়ে। তবে কোনো দলই প্রাথমিক বাছাইয়ের মানদণ্ড পূরণ করতে পারেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।