ছাত্রদল নেতা সাম্য হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত, জড়িত থাকার স্বীকারোক্তি দুইজনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
ছাত্রদল নেতা সাম্য হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত, জড়িত থাকার স্বীকারোক্তি দুইজনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে ইতোমধ্যে দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগপত্র (চার্জশিট) তৈরির কাজ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, এ মামলায় মাদক কারবারী হিসেবে পরিচিত ‘কবুতর রাব্বি’সহ মোট ৮ জনকে অভিযুক্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ড্রেজার গান, সুইচ গিয়ারসহ অন্যান্য অস্ত্র আলামত হিসেবে চার্জশিটে অন্তর্ভুক্ত থাকবে।

ডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি জুলাই মাসের মধ্যেই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। তিনি বলেন, তদন্তে যেসব তথ্য পাওয়া গেছে, তার সবই অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে এবং সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া যেন কোনো নিরপরাধ ব্যক্তি আসামি না হয়, সে বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।