মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী গোষ্ঠীর সংঘর্ষে হাজার হাজার শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী গোষ্ঠীর সংঘর্ষে হাজার হাজার শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছেন

মিয়ানমারে সামরিক জান্তা-বিরোধী দুই সশস্ত্র গোষ্ঠীর তুমুল সংঘর্ষের কারণে হাজার হাজার মানুষ নিরাপত্তার খোঁজে প্রতিবেশী ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

২ জুলাই মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন রাজ্যের কৌশলগত এলাকায় চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও চিনল্যান্ড ডিফেন্স ফোর্স–হুয়ালংরাম নামের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর পর থেকে চিন রাজ্য থেকে মিজোরামে শরণার্থীদের প্রবেশের ঢল নামে।

ভারতের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, সংঘর্ষ শুরুর পর থেকে প্রায় ৪ হাজার শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছে। বিশেষ করে চাম্পাই জেলার জোখাওথার ও সাইখুমফাই গ্রামে রোববার রাত পর্যন্ত ৩ হাজার ৯৮০ জন শরণার্থীকে নথিভুক্ত করা হয়েছে।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপদাঙ্গা জানান, চিন রাজ্যের সংঘর্ষ তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, তাই মানবিক কারণে পানি, খাদ্য ও আশ্রয় দেয়া হচ্ছে। তিনি বলেন, “বাস্তব পরিস্থিতি অনুযায়ী শরণার্থীর সংখ্যা ৩ হাজারের কাছাকাছি, যা প্রতিদিন বাড়ছে।”

মিজোরাম রাজ্যের সঙ্গে মিয়ানমারের চিন রাজ্যের সীমান্ত রয়েছে এবং দুটি অঞ্চলের জনগণের মধ্যে ঘনিষ্ঠ জাতিগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিজোরাম সরকার মানবিক কারণে হাজার হাজার মিয়ানমার নাগরিককে আশ্রয় দিয়ে আসছে।

রয়টার্স মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।