বাংলাদেশ সফরে আসতে চান ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, কাচ্চি খেতে খেতে নিতে চান ড. ইউনূসের সাক্ষাৎকার
বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন এবার নিজেই বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি ঢাকায় এসে কাচ্চি খেতে খেতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিতে চান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে আলাপকালে ময়ূখ এই ইচ্ছা প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে সেন্ট মার্টিন বিক্রির গুঞ্জন, ঢাকার রেস্তোরাঁয় গরুর মাংস রাখা নিয়ে বিতর্ক এবং ডাস্টবিনে শেখ হাসিনার ছবি সংক্রান্ত বিষয়। এছাড়া চিন্ময় কৃষ্ণ ইস্যু এবং শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি পুরোনো ফেসবুক পোস্টও আলোচনায় আসে, যেখানে প্রধানমন্ত্রীকে “পার্সন অব দ্য ইয়ার” বলা হয়েছিল বলে ময়ূখ দাবি করেন।
আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূখকে দাওয়াত দেন শফিকুল আলম। জবাবে ময়ূখ বলেন, তিনি বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস ও ফিন্নি খাবেন এবং খেতে খেতেই ড. ইউনূসের সাক্ষাৎকার নেবেন।
এ সময় ময়ূখ মজা করে দাবি করেন, শুধুমাত্র তাকে ফলো করার জন্যই ড. ইউনূসের কার্যালয়ে পাঁচজন স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যারা তার হাঁটা, দৌড়ানো ও হাত নাড়ার ধরন পর্যবেক্ষণ করেন।
জবাবে শফিকুল আলম বলেন, ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে রিপাবলিক বাংলা, নিয়মিতভাবে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন