মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি শারীরিক অবসাদের কারণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি শারীরিক অবসাদের কারণে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার তার কার্যালয় থেকে জানানো হয়, ক্লান্তিজনিত সমস্যার কারণে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে বিশ্রামে আছেন। সন্ধ্যার মধ্যেই তিনি বাসায় ফিরে যাওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

গত কয়েক বছরে মাহাথির মোহাম্মদ একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, যাঁর হৃদরোগ ও শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে। সম্প্রতি নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত পিকনিক অনুষ্ঠানে তিনি হঠাৎ ক্লান্তি বোধ করে আগেভাগেই অনুষ্ঠান ত্যাগ করেন। মাহাথির ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০১৮ সালে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, যা দুই বছরের মধ্যে শেষ হয় দলীয় কোন্দলের কারণে।