তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল, হাইকোর্টের রায় প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল, হাইকোর্টের রায় প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। এর আগে গত ৩১ অক্টোবর তারা মামলাটি বাতিল করে আসামিদের খালাস দেন।

২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টেলিভিশন সরাসরি সম্প্রচার করলে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। পরদিন তেজগাঁও থানা পুলিশ রাষ্ট্রদ্রোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায়। অনুমতি পাওয়ার পর ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এবং প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টির চেষ্টা করেন।

দীর্ঘ আইনি লড়াই শেষে হাইকোর্ট মামলাটি বাতিল করে আসামিদের খালাস দেন।