গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, সংঘর্ষে ৪ নিহত, জারি হলো কারফিউ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিকেল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০) এবং ইমন তালুকদার। নিহতদের পরিচয় গোপালগঞ্জ জেলা হাসপাতাল এবং তাদের পরিবার সূত্রে গণমাধ্যম নিশ্চিত করেছে।
বিকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস সাংবাদিকদের জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাদের শরীরে গুলির চিহ্ন ছিল। হাসপাতালের আরেকটি সূত্র আরও একজনের মৃত্যুর তথ্য দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ জেলা প্রশাসন বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন