গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বুধবার এক বিবৃতিতে এই হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত হামলা চালিয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা দেখা যায়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। গোপালগঞ্জ বাংলাদেশের অঙ্গ এবং সরকারকে দেশের সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন হলেও দেশ এখনও ফ্যাসিবাদমুক্ত হয়নি। আওয়ামী লীগের অপশক্তি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক হামলায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এমনকি ইউএনওসহ প্রশাসনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার আহ্বান জানান।