গোপালগঞ্জে কারফিউ শিথিল, বাজারে লোকসমাগম বাড়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে কারফিউ শিথিল, বাজারে লোকসমাগম বাড়েছে

গোপালগঞ্জে চলমান কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিল থাকায় জেলার রাস্তাঘাট ও বাজারে মানুষের উপস্থিতি noticeable বৃদ্ধি পেয়েছে। মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য দোকানে আসছেন। তবে সকাল হওয়ায় অন্যান্য সময়ের তুলনায় মানুষের উপস্থিতি একটু কম ছিল। শহরের কাঁচাবাজার ও ফল বাজারে বেচাকেনা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ও আতঙ্কও রয়েছে।

গোপালগঞ্জের সকল ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বেশিরভাগ দোকান এখনও খোলা হয়নি। হোটেল ও রেস্টুরেন্টও বন্ধ রয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের এক আদেশে জানানো হয়, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। এরপর রাতে রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবার কারফিউ জারি হয় এবং পরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ পুনরায় জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রশাসন জানায়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল ছিল। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

কারফিউ জারির আগে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারাও জারি করেছিল প্রশাসন।