চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ, মিথ্যা মামলা ও চাঁদাবাজি থেকে রক্ষার আহ্বান বিএনপির

চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশের দ্বিতীয় বৃহত্তম ও বন্দরনগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। সারাদেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনায় চট্টগ্রামের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য।
তবে বর্তমানে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ মিথ্যা মামলা ও চাঁদাবাজির শিকার হচ্ছেন, যা চট্টগ্রামে আইনশৃঙ্খলার অবনতি এবং নাজুক পরিস্থিতির সৃষ্টি করছে। এ ধরনের পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং অব্যাহত থাকলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে বলে বিএনপি আশঙ্কা প্রকাশ করেছে।
বিবৃতিতে বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে একযোগে দুষ্কৃতকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদার করে এই অনাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেছে।
আপনার মতামত লিখুন