জাতীয় সমাবেশ ঘিরে ৬০০০ স্বেচ্ছাসেবক মাঠে, শৃঙ্খলা ও সহায়তায় সক্রিয় ভূমিকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
জাতীয় সমাবেশ ঘিরে ৬০০০ স্বেচ্ছাসেবক মাঠে, শৃঙ্খলা ও সহায়তায় সক্রিয় ভূমিকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে সার্বিক সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষার জন্য দলের পক্ষ থেকে নিয়োজিত করা হয়েছে ছয় হাজারের বেশি স্বেচ্ছাসেবক। এরই মধ্যে তারা সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং দিকনির্দেশনা প্রদানসহ নানা সহায়তায় সক্রিয় রয়েছেন।

বিশেষ করে সমাবেশস্থলের প্রবেশপথগুলোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আগত নেতাকর্মীদের পথনির্দেশনা, গেট ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণে ভূমিকা রাখছেন এসব স্বেচ্ছাসেবকরা। শৃঙ্খলা বজায় রাখতে তারা প্রতিটি স্তরে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও সমাবেশে আগতদের সেবায় কাজ করছে একাধিক মেডিকেল টিম, খাবার পানি সরবরাহ ইউনিট এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতামূলক টিম। আয়োজনে অংশগ্রহণকারীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের পক্ষ থেকে নেওয়া এই আয়োজনের প্রশংসা করছেন অনেকেই।