জামায়াতের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দীতে কঠোর নিরাপত্তা, সতর্ক পুলিশ

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সমাবেশ ঘিরে পুরো এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।
শনিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, বাংলামোটর, কাকরাইল, মৎস্য ভবন ও দোয়েল চত্বর এলাকায় ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। একইসাথে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন