প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রয়োজনে আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। আমরা আজ জাতির জীবনে একটি বড় ট্রাজেডির দিন পার করছি। এমন ভয়াবহ দুর্ঘটনা আগে কখনো ঘটেনি। পুরো রাষ্ট্র শোকাহত।
তিনি আরও জানান, ছয়জন উপদেষ্টা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিদেশে পাঠানো হবে এবং চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।
ড. আসিফ বলেন, আমরা যা হারিয়েছি তা আর কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া যাবে না। আগামীকাল শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা এ ঘটনায় খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এফ-৭ বিজিআই (৭০১) মডেলের বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১২ মিনিট পর ১টা ১৮ মিনিটে উত্তরা মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন