২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন

২০২৬ সালে হজে গমনেচ্ছুকরা ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু করতে পারবেন। এতে প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভার সভাপতিত্ব করেন।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পর হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে, যা সৌদি সরকারের ব্যয় এবং উড়োজাহাজ ভাড়ার ওপর নির্ভর করবে।

সরকারি মাধ্যমের মাধ্যমে হজের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করা যাবে ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস থেকে। বেসরকারি মাধ্যমে হজ পালনে ইচ্ছুকরা অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করবেন।

সভায় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মু.আ.আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মো মঞ্জুরুল হক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।