প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিবিসি সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের অর্জন ও চ্যালেঞ্জ

বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নানা লক্ষ্য অর্জনের কথা তুলে ধরেন। তিনি বৈদেশিক সহায়তা বন্ধ, ট্রাম্পের শুল্কনীতি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ড. ইউনূস বলেন, মার্কিন শুল্কনীতিতে হতবাক হলেও, সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তিনি জানান, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
শেখ হাসিনার সরকার উৎখাতের পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। দেশের বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং দুর্নীতি নির্মূল, শরণার্থী সংকট, বৈদেশিক সহায়তা বন্ধের মোকাবিলা, আইনশৃঙ্খলা উন্নয়নের মতো অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
ক্ষমতা গ্রহণের প্রায় এক বছর পর প্রধান উপদেষ্টা বিবিসিকে জানান, বৈদেশিক সহায়তা বন্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব সম্পদ ও অর্থায়নে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে।
তিনি মার্কিন শুল্কনীতির ৩৫ শতাংশ শুল্ক আরোপকে মারাত্মক দাবি করলেও, আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করার আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও তিনি এটিকে একটি সুযোগ হিসেবে দেখছেন।
অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সফলতা দেখিয়েছে বলেও ড. ইউনূস বিবিসিকে জানান।
এছাড়া সাক্ষাৎকারে তিনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা, শেখ হাসিনার বিচার এবং রোহিঙ্গা ইস্যুও নিয়ে মন্তব্য করেন।
নতুন সরকার গঠনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আপনার মতামত লিখুন