মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও রাষ্ট্রীয় শোক পালনের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশু সহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর শোক প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তাছাড়া, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হবে।

বিমান দুর্ঘটনা ঘটে সোমবার দুপুর ১টার পর, যখন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং আগুন লাগে। সেই ভবনে বহু স্কুল শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও বিভিন্ন ইউনিট দ্রুত উদ্ধার অভিযান চালায়, পরে বিজিবি ও সেনাবাহিনীসহ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর শতাধিক আহতকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ দুর্ঘটনার কারণে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।