মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ আইন উপদেষ্টা ও প্রেস সচিব, শিক্ষার্থীদের ক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ আইন উপদেষ্টা ও প্রেস সচিব, শিক্ষার্থীদের ক্ষোভ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ হয়ে পড়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় তারা কলেজ ক্যাম্পাস থেকে বের হতে পারেননি।

ড. আসিফ নজরুল ও শফিকুল আলম সকালে দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাদের পথরোধ করে। এরপর কলেজের শিক্ষক সহায়তায় তারা আবার ৫ নম্বর ভবনে প্রবেশ করেন, যেখানে তারা ফের অবরুদ্ধ থাকেন।

বিক্ষোভরত একাদশ শ্রেণির শিক্ষার্থী তরিকুল ইসলাম জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল অন্তত ৪০ জন নিহত হয়েছেন, কিন্তু সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাত্র ২৭ জন নিহত হওয়ার কথা জানাচ্ছে। অনেক শিক্ষার্থীর লাশ এখনও পাওয়া যায়নি বলে অভিভাবকরা জানিয়েছে। এছাড়া সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের আশ্বাস না পেয়ে তারা আন্দোলনে নেমেছেন।

শিক্ষার্থীরা এ ঘটনায় ৬ দফা দাবি তুলে ধরেছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।