শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের কঠোর ব্যবস্থা
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের পদত্যাগ দাবি ওঠার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ (২২ জুলাই) দুপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন।
বিমান দুর্ঘটনার পর থেকে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করে আসছিল। এ দাবিতে মঙ্গলবার দুপুরের পর থেকে তারা সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন এবং পরে সচিবালয়ে প্রবেশ করেন।
শিক্ষার্থীদের ওই অভ্যুত্থানে পুলিশ ও সেনা সদস্যরা লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই পুলিশের কঠোর ব্যবস্থায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন