অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটি সরকার রয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটি সরকার রয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটি সরকার কাজ করছে। বুধবার (২৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকার বলে যাদেরকে আমরা দেখি, আসলে তাদের মধ্যে আরেকটি সরকার গোপনে কার্যক্রম চালাচ্ছে এবং এটি এখন সবার জন্য প্রকাশ্য বিষয়। বর্তমানে সরকারের নিরপেক্ষতা প্রমাণের প্রয়োজন দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী চেতনায় নতুন সরকার আসলেও অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সংস্কারে সেই আদর্শ বাস্তবায়িত হয়নি। দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়ানো হয়নি এবং গরিব ও উৎপাদনশীল উদ্যোক্তা শ্রেণিও সংস্কারের বাইরে রয়েছে।

দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের সীমিত সময়ের কথা উল্লেখ করে বলেন, সরকারের নিরপেক্ষতা ও ক্ষমতা এখন বড় প্রশ্ন। দুর্বল জনগোষ্ঠী আরও বেশি অসহায় ও বিপন্ন বোধ করছে। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতি আগের মতোই বৈষম্য চলছে। তিনি বলেন, “ভালো নির্বাচন করতে হলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনিক ক্ষমতা দিয়ে এটা সম্ভব নয়, সেনাবাহিনীর বৃহত্তর অংশগ্রহণ প্রয়োজন।” তিনি প্রস্তাব দেন, সেনাবাহিনী তিন থেকে চার মাস মাঠে থাকবে এবং অস্ত্র উদ্ধারে কাজ করবে।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক মানুষের মধ্যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের নিরপেক্ষতা ও সক্ষমতা নিশ্চিত করতে হবে। দেবপ্রিয় আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার আগামী বক্তৃতায় সরকারের সংস্কার কার্যক্রম ও পরিকল্পনা স্পষ্ট হবে।

তিনি উল্লেখ করেন, সংস্কার একটি অব্যাহত প্রক্রিয়া এবং রাজনৈতিক নেতাদের নির্বাচনের ইশতেহার দিতে হবে। নাগরিক সমাজ, গণমাধ্যম ও উদ্যোক্তাদের এ বিষয়ে আলোচনা ও আন্দোলন প্রয়োজন। আগামী এক বছরের নিষ্ক্রমণ পদ্ধতি বা এক্সিট পলিসি নির্ধারণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

এ বৈঠকে অন্যান্য অতিথি ছিলেন লেখক ফরহাদ মজহার, গবেষক হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক আনু মুহাম্মদ, সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, গবেষক আলতাফ পারভেজ, অধ্যাপক সাঈদ ফেরদৌস, নির্মাতা কামার আহমাদ সাইমন, বিশ্লেষক জাহেদ উর রহমান, গবেষক মাহা মীর্জা ও প্রেস ইনস্টিটিউটের গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ প্রমুখ।