জামায়াতের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লেন আমির ডা. শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
জামায়াতের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লেন আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি আগামীর বাংলাদেশের জন্য দুটি গুরুত্বপূর্ণ সংগ্রামের কথা উল্লেখ করেন—একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আরেকটি দুর্নীতির বিরুদ্ধে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইতেও জামায়াত জয়ী হবে। সমাবেশ আয়োজন এবং উপস্থিতির পথে তিনি জানান, সেখানে এসে দলের তিন নেতাকর্মী ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করেন এবং পরিবারের ধৈর্য কামনা করেন।

বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মঞ্চে পড়ে যান। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি আবারও বক্তব্য শুরু করেন এবং উপস্থিতদের উদ্দেশে কথা বলেন। তাঁর অসুস্থতা সত্ত্বেও সমাবেশ চলতে থাকে এবং তিনি তাঁর বার্তা পৌঁছে দেন।