জাতীয় ঐক্যের নামে অহংকার নয়, সংযম ও শ্রদ্ধার আহ্বান জামায়াত আমিরের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
জাতীয় ঐক্যের নামে অহংকার নয়, সংযম ও শ্রদ্ধার আহ্বান জামায়াত আমিরের

জাতীয় ঐক্যের অজুহাতে অহংকার, তাচ্ছিল্য ও অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আবু সাঈদরা যদি বুক পেতে না দিতেন, তাহলে আজকের বাংলাদেশ হয়তো আমরা দেখতাম না। অনেকের জীবন হয়তো ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। আজ যারা বিভিন্নভাবে আওয়াজ তুলছেন, তখন তারা কোথায় ছিলেন? তাই অহংকার করে কিংবা তুচ্ছতাচ্ছিল্যের ভঙ্গিতে কাউকে ছোট করে কথা বলা উচিত নয়। যদি এমনটা করেন, আমরা ধরে নেব—স্বৈরাচারী মানসিকতার বীজ তাদের হৃদয়ে গেঁথে আছে।”

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি জানান, সমাবেশে অংশ নিতে এসে তিনজন নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “জাতীয় ঐক্যকে অন্তরে ধারণ করুন—অহংকার নয়, সংযম ও শ্রদ্ধাবোধ নিয়ে সামনে এগিয়ে যান। অতীতে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং সফল হয়েছি। এবার দুর্নীতির বিরুদ্ধে আমাদের আরেকটি সংগ্রাম শুরু হবে। দুর্নীতিকে শিকড়সহ উপড়ে ফেলতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতে ইসলামি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ জয়লাভও করবে।”

তিনি আরো বলেন, “জাতির সামনে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। অতীতে জামায়াত বুক পেতে দিয়ে শহীদ দিয়েছে। যারা আজ নতুন নতুন কথা বলছেন, তাদের অতীতের কোনো অবদান ইতিহাসে নেই। আমরা জাতীয় ঐক্য চাই, তবে কেউ যেন জাতিকে তুচ্ছ করে কথা না বলেন—এটি মেনে নেওয়া হবে না।”