গোপালগঞ্জে এখনও মুজিববাদীদের আস্তানা রয়েছে: সারজিস আলম

বাংলাদেশে মুজিববাদী ও ভারতপন্থি শক্তি পুনরায় সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। সারজিস আলম বলেন, অভ্যুত্থানের এক জুলাই পার হয়ে আরেক জুলাই এসেছে, কিন্তু গোপালগঞ্জে এখনো মুজিববাদীরা তাদের অবস্থান বজায় রেখেছে। তিনি মনে করেন, শুধু আইনিভাবে নয়, বরং অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে এই শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে হবে।
তিনি বলেন, মুজিববাদের বিরুদ্ধে সব অভ্যুত্থানপন্থি সৈনিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু এই প্রশ্নে সবাইকে একসাথে হতে হবে। তার দাবি, দেশে নতুন করে ভারতীয় আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে এবং এ দেশের মাটিতে কোনো ভারতপন্থি শক্তির জায়গা থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, ৫ আগস্ট যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেটি এখনো বাস্তব হয়নি। ‘খুনি হাসিনার’ বিচার দাবি করে তিনি বলেন, দেশের বিচারব্যবস্থা যেন কোনো দলের হয়ে কাজ না করে। তিনি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান। তার মতে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তবে সেই ঐক্যে কোনো পক্ষপাতমূলক দালালি চলবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে তার সৌন্দর্য বজায় রাখতে হবে—এই ভাবনাই বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেবে।
আপনার মতামত লিখুন