জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে জামায়াত আমির হাসপাতালে ভর্তি

জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের জাতীয় সমাবেশে তিনি বক্তৃতা শুরু করেন বিকাল পাঁচটার পর। প্রায় ৫টা ২০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। মঞ্চে থাকা দলের অন্যান্য নেতারা দ্রুত তাকে সহায়তা করেন এবং দাঁড়াতে সহায়তা করেন। এরপর ৫টা ২৩ মিনিটে তিনি আবার বক্তৃতা শুরু করলেও মাত্র এক মিনিটের মাথায় আবারও অসুস্থ হয়ে পড়েন। তখন ডান হাতে বুক চেপে ধরেন এবং পড়ে যেতে দেখা যায় তাকে। নেতারা আবারও তাকে ধরে বসিয়ে দেন মঞ্চে।
সমাবেশস্থল থেকেই তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার রক্তচাপ ও রক্তে চিনি (সুগার) স্বাভাবিক রয়েছে। সমাবেশ চলাকালীন এ ধরনের শারীরিক অস্বস্তির পরও ডা. শফিকুর রহমান বক্তৃতা শেষ করার চেষ্টা করেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি সমবেদনারও সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন