ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালো

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালো

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বুধবার শাস পার্টি সরকারের সঙ্গে চলমান বিরোধের কারণে জোট ত্যাগ করায় এই অবস্থা সৃষ্টি হয়। খবর দিয়েছে আল জাজিরা।

শাস পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার আইনে দীর্ঘদিনের মতবিরোধের কারণে তারা সরকার থেকে সরে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই আরেকটি অতি-অর্থডক্স দলও জোট ত্যাগ করায় নেতানিয়াহুর সরকার এখন কার্যত সংখ্যালঘু হয়ে পড়েছে, যা তার প্রশাসনের জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলে সব নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা রয়েছে, কিন্তু অতি-অর্থডক্স ইহুদি সম্প্রদায় ধর্মীয় শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সামরিক সেবা থেকে অব্যাহতির দাবি জানিয়ে আসছে। এই ইস্যুতে সরকার ও অতি-অর্থডক্স দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ছিল।

তবে শাস পার্টি জানিয়েছে, তারা সরকার থেকে বেরিয়ে গেলেও সরকারের পতনের জন্য কাজ করবে না এবং নির্দিষ্ট কিছু আইনের ক্ষেত্রে সংসদে সরকারকে সমর্থন দিতে পারে।