ইসরায়েল-সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত, দ্রুজ রক্ষায় আন্তর্জাতিক সহায়তা

মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, ইসরায়েল ও সিরিয়া অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) তিনি এ তথ্য জানান। এই যুদ্ধবিরতিতে তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলো সমর্থন দিয়েছে। এর আগে বুধবার (১৬ জুলাই) ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইসরায়েল দাবি করেছে, তাদের এই সামরিক পদক্ষেপের উদ্দেশ্য ছিল সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করা। উল্লেখ্য, দ্রুজরা একটি ছোট কিন্তু প্রভাবশালী গোষ্ঠী যারা সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে বসবাস করে।
টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, “আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র পরিত্যাগ করে অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একসাথে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়ান পরিচয় গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।” তবে এই বিষয়ে ইসরায়েলের ওয়াশিংটন দূতাবাস কিংবা সিরিয়ার কানাডা কনস্যুলেট থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত এক সপ্তাহ ধরে সিরিয়ার সুইদা প্রদেশে দ্রুজ ও বেদুইন যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে, যার ফলে এলাকা সহিংসতায় অস্থির হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল আগামী ৪৮ ঘণ্টার জন্য সিরিয়ার দক্ষিণাঞ্চলের সোয়েদা এলাকায় সীমিত প্রবেশাধিকার দিতে রাজি হয়েছে। তিনি জানান, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিরতা বিবেচনায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে এই অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে জানায়, সরকার সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে একটি বিশেষ বাহিনী পাঠাবে, যারা রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে যাতে এলাকাটি স্থিতিশীল হয় ও ভবিষ্যতে আর কোনো সহিংসতা না ঘটে। এর আগে, সপ্তাহের শুরুতে সিরিয়ার সরকার এলাকা শান্ত রাখতে সেনা পাঠিয়েছিল। কিন্তু দ্রুজ জনগণের ওপর নির্যাতনের অভিযোগ এবং ইসরায়েলি হামলার মুখে পড়ে তারা যুদ্ধবিরতি চুক্তির আওতায় এলাকা থেকে সরে আসে। যদিও ইসরায়েল পূর্বে জানিয়ে এসেছিল যে তারা দক্ষিণে সিরীয় সেনা মোতায়েন মেনে নেবে না, তবুও শুক্রবার তারা সংঘর্ষ নিয়ন্ত্রণের স্বার্থে অল্প সময়ের জন্য কিছু ছাড় দেওয়ার কথা জানায়।
আপনার মতামত লিখুন