ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টিপাত, চলতি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টিপাত, চলতি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত চলবে এবং এই পরিস্থিতি চলতি জুলাই মাসজুড়ে অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমলেও বর্তমানে উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবার ঢাকায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।

তবে, শুক্রবার থেকে দেশের আবহাওয়ায় কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।