গোপালগঞ্জ সংঘর্ষ তদন্তে তদন্ত কমিটি গঠন করল অন্তর্বর্তী সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
গোপালগঞ্জ সংঘর্ষ তদন্তে তদন্ত কমিটি গঠন করল অন্তর্বর্তী সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করার জন্য অন্তর্বর্তী সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে এই তদন্ত কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সদস্য হিসেবে থাকবেন।

তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে ঘটনাগুলো গভীরভাবে তদন্ত করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার ন্যায় ও জনশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ড ও সহিংসতার জন্য দায়ীদের আইনি ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা পুনর্ব্যক্ত করেছে।