আপ বাংলাদেশ: ৩১ জুলাইয়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ না এলে ১ আগস্ট ঢাকায় বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
আপ বাংলাদেশ: ৩১ জুলাইয়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ না এলে ১ আগস্ট ঢাকায় বিক্ষোভ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলি আহসান জুনায়েদ বলেছেন, ৩১ জুলাইয়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রকাশ না হলে আগামী ১ আগস্ট ঢাকায় ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ ছিদ্দিক আহমদ আজাদ শাহ ও শহীদ ইশমামের কবর জিয়ারত শেষে বটতলী স্টেশনে বিক্ষোভ মিছিল ও জনসংযোগের পর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুনায়েদ বলেন, “ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে থাকা বর্তমান সরকার যদি শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, তাহলে ইন্টেরিম সরকারের প্রতি আমাদের প্রতিটি প্রতিক্রিয়ার দায় নিতে হবে।” তিনি আরও বলেন, “আমরা আশা করি ১ আগস্টের আগেই ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রকাশিত হবে, নয়তো ছাত্র-জনতা একটি দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে। আমাদের রক্তের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে সরকার ক্ষমতায় রয়েছে, যা তাদের বোঝা উচিত।”

আলোচনা সভায় তিনি দেশের দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্য নির্মূলের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানান। সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা আপ বাংলাদেশের কমিউনিকেশন টিম প্রধান ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, কেন্দ্রীয় সদস্য ফায়াজ সাহেদ, সদস্য মুত্তাকী বিন মনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।