জাতীয় নাগরিক পার্টি: শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে গেছেন, সুনামগঞ্জের হাওড় বাঁচিয়ে নতুন রাজনীতি গড়ে তোলা হবে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে গেছেন, যা এই প্রজন্মসহ ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক বড় বোঝা। শুক্রবার সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন পূরণের জন্য এই রাষ্ট্রের মেরামত অপরিহার্য। তাই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে নতুন রাষ্ট্র সংস্কার ও বন্দোবস্তের লক্ষ্যে।” তিনি সুনামগঞ্জের হাওড়কে জাতীয় সম্পদ হিসেবে বর্ণনা করে বলেন, “এলাকার উন্নয়ন হবে হাওড় ও নদীর পানি রক্ষা করেই। আমাদের রাজনীতি হবে নদী, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে।”
তিনি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান থেকে সরে আসার জন্য ধন্যবাদ জানান এবং ৩ আগস্ট ঢাকায় ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে এনসিপির জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন