গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজন আটক, তিন নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজন আটক, তিন নেতা বহিষ্কার

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছে, যাদের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে বহিষ্কার করা হয়। সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, আটক পাঁচজনের মধ্যে আরও দুইজন হলেন ঢাকা মহানগর শাখার জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) ও আমিনুল ইসলাম। অভিযোগ রয়েছে, তারা সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য শাম্মীর বাসায় প্রায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। শাম্মী পলাতক থাকায় তার স্বামীর কাছেই এই চাঁদা দাবি করা হয়। এর আগে তারা ১০ লাখ টাকা নিয়েছিল।

শনিবার রাতে ওই বাসায় আবার চাঁদা নিতে আসার সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।