কুষ্টিয়ার ভেড়ামারায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
কুষ্টিয়ার ভেড়ামারায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উৎসাহ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করা এবং পেঁয়াজের ঘাটতি মোকাবিলা করাই এই প্রণোদনার মূল লক্ষ্য। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিয়ে এ সহায়তা দেওয়া হচ্ছে যাতে তারা লাভবান হন।”
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান সভাপতিত্ব করেন। এছাড়া অন্যান্য সরকারি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।